Eastmedinipur

May 10 2023, 19:01

*যৌন নিগ্রহে অভিযুক্ত বিজেপি সাংসদের বিরুদ্ধে শুরু প্রতিবাদ সভা*

যৌন নিগ্রহে অভিযুক্ত বিজেপি সাংসদ বীজভূষণ শরণ সিং এর শাস্তির দাবিতে দিল্লিতে অবস্থানরত কুস্তিগীরদের সমর্থনে আজ নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে তমলুক হাসপাতাল মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কমিটির নেত্রী লেখা রায়, বেলা পাঁজা, চন্দনা জানা, প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক সুশীল কুমার দাস, শীলা দাস, মঞ্জুশ্রী মাইতি প্রমুখ।

Eastmedinipur

May 10 2023, 17:19

*বিজয়কৃষ্ণ ভূঁইয়ার বাড়িতে সি আই এস এফের টিম*


ময়না: কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিলো ময়নায় নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়ার পরিবারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার। কোর্টের সেই নির্দেশ মতো বুধবার ময়নায় মৃত বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়ার বাড়িতে পৌঁছালে সিআইএসএফ এর টিম।

দুজন সিআইএসএফ অফিসার দুটো নাগাদ তার বাড়িতে এসে পৌঁছায়। মৃত বিজয়কৃষ্ণ ভূঁইয়ার বাড়ি ঘুরে ঘুরে দেখেন। সেই সাথে পরিবার ও এলাকার মানুষের সাথে কথা বলেন।

 অফিসাররা জানান, দুটো টিমের সিআইএসএফ দল নিহত বিজয়কৃষ্ণ ভূঁইয়ার বাড়িতে নিরাপত্তার জন্য পৌঁছে যাবেন।

Eastmedinipur

May 10 2023, 15:34

ভয়াবহ বাস দুর্ঘটনা নন্দীগ্রামে

ভয়াবহ বাস দুর্ঘটনা নন্দীগ্রামে, নন্দীগ্রামের ভেটুরিয়ার ঠাকুর চক এ ঘটনাটি ঘটে দুপুর ১.৩০ নাগাদ।স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে নন্দীগ্রাম ফটক বাস চন্ডিপুর থেকে নন্দীগ্রামের দিকে যাচ্ছিল,সেই সময় উল্টো দিক থেকে একটি ট্রেকার আসছিল। বাসটি ট্রেকারটিকে সরাসরি ধাক্কা মারে। পিছন থেকে আরেকটি বাস এসে ট্রেকারের পেছনে ধাক্কা মারে।

ঘটনা স্থলে সঙ্গে সঙ্গেই একজনের মৃত্যু হয়। ট্রেকারে বাকি যাত্রীদের গুরুতর জখম অবস্থায় হাসপাতাল এ নিয়ে যাওয়া হয়েছে, বাসে থাকা যাত্রীদেরও চোট গুরুতর বলে জানা যাচ্ছে*

Eastmedinipur

May 09 2023, 20:19

*কবি প্রণামে মহিষাদল শিল্পকৃতি ও মহিষাদল সংস্কৃতি সভা*


মহিষাদল: রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মহিষাদলের রবীন্দ্র পাঠাগারে ও মহিষাদল থিয়েটার মঞ্চে পালিত হলো কবি গুরুর ১৬২ তম জন্মদিন উদযাপন। মহিষাদল রবীন্দ্র পাঠাগার পরিচালন সমিতি ও মহিষাদল সংস্কৃতি সভার যৌথ উদ্যোগে রবীন্দ্র পাঠাগারে পালিত হয় রবীন্দ্র জন্ম জয়ন্তী। 

পাশা মহিষাদল শিল্পকৃতির উদ্যোগে মহিষাদল থিয়েটার মঞ্চে পালিত হয় রবীন্দ্র জন্ম জয়ন্তী৷ নাচ, গান, আবৃত্তির পাশাপাশি রবীন্দ্রনাথকে নিয়ে আলোকপাত করা হয়। উপস্থিত ছিলেন মহিষাদলের বিডিও যোগেশ সামন্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, শিক্ষা কর্মাধ্যক্ষ মানসকুমার পন্ডা, নাট্যকার শিল্পকৃতির কর্ণধার সুরজিৎ সিনহা, এছাড়াও উপস্থিত ছিলে মহিষাদল সংস্কৃতি সভার অন্যতম দেবাশিস মাইতি, রমেশ সাঁতরা, অরুন দিন্ডা সহ অন্যান্যরা।

মহিষাদলের প্রাচীন ভগ্নপ্রায় রবীন্দ্র পাঠাগারকে নতুন রুপে সাজিয়ে তুলেছে মহিষাদল সংস্কৃতি সভা। মহিষাদলের সাংস্কৃতিক চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যেতে সর্বস্তরের মানুষকে আগিয়ে আসার আহ্বান জানিয়েছে মহিষাদল সংস্কৃতি সভা।

Eastmedinipur

May 09 2023, 15:49

*হলদিয়া শহর বঙ্গ জননী বাহিনীর উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিবস পালিত হলো*


হলদিয়াঃহলদিয়া শহর তৃণমূল বঙ্গজননী বাহিনীর উদ্যোগে হলদিয়া পৌরসভার ১১ নং ওয়ার্ডে তৃনমূল কংগ্রেস কার্য্যালয়ে সাড়ম্বরে পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মদিবস।উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির অণ্যতম সদস্য অর্নব দেবনাথ।

এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া শহর তৃণমূল বঙ্গজননী বাহিনীর সভানেত্রী দিপালী দেবনাথ বাগ,সম্পাদিকা প্রীতিলতা সী, হলদিয়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনিমালা করণ,সহ-সভানেত্রী সবিতা দুয়ারী, হলদিয়া শহর তৃণমূল এস.সি,ওবিসি সেলের সভাপতি শ্রীকৃষ্ণ কালসা,১১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল কান্তি দাস।

এছাড়াও অনান্য বিশিষ্ট নেতৃত্ব বৃন্দ।উক্ত অনুষ্ঠানে বঙ্গজননী বাহিনীর মহিলারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে তার লেখা বিভিন্ন গান ও কবিতা পাঠ করে শুনালেন।

Eastmedinipur

May 09 2023, 10:28

*ঘূর্ণিঝড় মোকার নিয়ে সতর্ক জেলা প্রশাসন, দফায় দফায় বৈঠক ও পরিদর্শন প্রশাসনিক কর্তাদের*


ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়লে জেলার মানুষদের নিরাপত্তার জন্য কি কি করনীয় রয়েছে তা আগাম জেলার ২৫টি ব্লকের বিডিওদের নিয়ে ঘূর্ণিঝড় মোকাবিলা সংক্রান্ত বৈঠক হয়। সকলকে আগামী কয়েক দিন সতর্ক থাকতে বলা হয়েছে। জেলাশাসকের সেই নির্দেশের পর মহিষাদল ব্লকের উদ্যোগে স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয় যেমন তেমনি বিডিও যোগেশচন্দ্র মণ্ডল ও সেচ দফতরের আধিকারিকেরা রূপনারায়ণ নদীর বাঁধ পরিদর্শনে যান।

ইয়াসে বাড় অমৃতবেড়িয়া, অমৃতবেড়িয়া, দনিপুর, ভোলসারা গ্রামে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেচ দফতরের আধিকারিক জানান বিপজ্জনক জায়গাগুলি ব্রিক ব্লক পিচিং করা হয়েছে। ভয়ের কারণ নেই। বিডিও যোগেশচন্দ্র মন্ডল জানান, ব্লকের ১১ টি গ্রাম পঞ্চাতেরর জনপ্রতিনিধি ও আধিকারিকদের নিয়ে বৈঠক করে জানিয়ে দেইয়া হয়েছে মোকার প্রভাব পড়লে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়ে তার আগাম প্রস্তুতি নিয়ে রাখার।

পাশাপাশি নদী বাঁধ গুলির কি অবস্থায় রয়েছে সেগুলি যেমন দেখা হয় তেমনি এলাকার মানুষদের সাথে দেখা করে তাদের আগাম সতর্কতার কথা জানানো হয়।।

Eastmedinipur

May 08 2023, 17:31

*৫ টি দেশ ও ৭ টি রাজ্যে বৃক্ষরোপনে অভিযান শুরু কাঁথির শিক্ষক শ্যামল জানার*


কাঁথি: সঙ্গে ঝোলা চলল ভোলা। না একনো গল্প কথার ভোলা নয়। সত্যিকারের ভোলা। কাঁথির সমাজসেবী শিক্ষক শ্যামল জানা। সবুজের অভিযানে বারে বারে এগিয়ে এসেছেন। এবার কাঁথি শহর সহ নিজের জেলা ছাড়িয়ে অন্য জেলা সহ ভিন দেশেও চললেন বৃক্ষ রোপনে। কি শুনে অবাক হলেন এমনই কান্ড ঘটাতে চলেছেন কাঁথির শিক্ষক শ্যামল জানা। ভারতের ৫ টি প্রতিবেশী রাষ্ট্র নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার ও শ্রীলঙ্কায় বৃক্ষ রোপন করার স্বপ্নে তিনি আজ বেরিয়ে পড়লেন ঘর ছেড়ে। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতবর্ষের সাত বোন খ্যাত সাতটি রাজ্য আসাম, অরুণাচল প্রদেশ ,মেঘালয়, মনিপুর, মিজোরাম নাগাল্যান্ড, ত্রিপুরাতেও তিনি বৃক্ষরোপণ করবেন।

তিনি যেন সমাজের কাছে সবুজের ফেরিওয়ালা।

সবুজের বার্তা দিতে তার হাতে সব সময় থাকে এক গ্রীন কার।যাতে থাকে বট বৃক্ষ। তিনি জেলার সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগিয়েছেন বট বৃক্ষ। কলকাতার ইডেন গার্ডেনের পাশে তিনি লাগিয়ে ফেলেছেন বটবৃক্ষ।

শিক্ষক শ্যামল বাবু অসহায় মানুষের পাশে বারে বারে দাঁড়ান বিভিন্নভাবে। সাহায্যের হাত বাড়িয়ে দেন অবলা প্রাণী থেকে সাধারণ মানুষদেরও। তিনি বানিয়েছেন বাপের হোটেল থেকে ফ্রি বাজার। জীবনের স্বপ্ন ও ৫ হাজার বটবৃক্ষ রোপন করবেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় বটবৃক্ষরোপণ করেছেন তিনি। পরবর্তী লক্ষ ভারত বর্ষের সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় সংস্কৃত অঞ্চল সহ প্রতিবেশী রাষ্ট্র সমূহে বটবৃক্ষ রোপণ করা। মোট ৩০ টি বট বৃক্ষরোপণ করে জল সংরক্ষণ, শান্তির বার্তা, ধন্যবাদ জ্ঞাপন ও ভারতবর্ষের বীর স্বাধীনতা সংগ্রামীদের স্যালুট জানানোর জন্য এই সফর।

শিক্ষক হিসেবে গরমের ছুটি কে কাজে লাগিয়ে তিনি বৃক্ষ রোপণে বেরিয়েছেন। শ্যামল বাবুর মত আমাদেরও এগিয়ে আসতে হবে সমাজের জন্য দেশের জন্য দশের জন্য। গাছ লাগান প্রাণ বাঁচান। এই অমোঘ সত্যি কথাটি যেদিন আমরা বুঝতে পারব সেদিন কতটা দেরি হবে তা সময় বলবে।

Eastmedinipur

May 08 2023, 12:18

*ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেওতারের সংখ্যা বেড়ে সাত*


ময়নার বাকচা গ্রামে বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়ার খুনের ঘটনায় রবিবার রাতে হলদিয়া থেকে তিনজনকে গ্রেপ্তার করে ময়না থানার পুলিশ ‌। শ্যামপদ মন্ডল, মধুসূদন সাউ এবং সাগর মন্ডল নামে তিনজনকে পুলিশ গ্রেফতার করে। সোমবার তাদের তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হয়।

এই নিয়ে তৃণমূলের নেতা কর্মী সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়।

Eastmedinipur

May 07 2023, 19:15

সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল


পূর্ব মেদিনীপুর: চন্ডিপুরে পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় যুক্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গ্রেপ্তারের দাবিতে সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল।চৈতন্যপুর বাজার এলাকায়। উপস্থিত ছিলে তৃণমূলের ব্লক সভাপতি অশোক মিশ্র, জেলা কমিটির সদস্য পার্থ বটব্যাল, প্রাক্তন জেলা যুব সভাপতি অভিষেক দাস সহ অন্যান্যরা।

Eastmedinipur

May 07 2023, 15:23

*ঘূর্ণিঝড় মোকার পূর্বাভাস, দিঘার উপকূল পরিদর্শনে জেলাশাস, চিন্তায় ব্যবসায়ীরা*


দিঘা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা। বাংলাদেশও উড়িষ্যা উপকূল এলাকায় ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

ল্যান্ড ফল কোথায় হবে? তা এখনো পর্যন্ত নির্দিষ্ট নয়। পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূল এলাকাগুলিতে প্রশাসনের তরফ থেকে প্রাথমিকভাবে নজরদারি শুরু হয়েছে।দফায় দফায় প্রশাসনের তরফ থেকে প্রাথমিক মিটিং ও পরিদর্শন করছেন জেলার আধিকারিকরা।

এই মুহূর্তে সমুদ্র উপকূল এলাকাগুলিতে প্রশাসনের তরফ থেকে তেমন কোন নির্দেশিকা জারি হয়নি বলে খবর।এদিন পূর্ব মেদিনীপুর জেলার শাসক পূর্ণেন্দু মাঝি সমুদ্র উপকূল এলাকার লাগোয়া ঝড়ের রেসকিউ সেন্টার রয়েছে সেগুলোতে ঘুরে দেখেছেন। ঘূর্নিঝড় মোকার পূর্বাভাসের কারনে দিঘায় কম পর্যটকের সংখ্যা চিন্তা পড়েছে ব্যবসায়ীরা। রবিবার ছুটির দিনেও নেই পর্যটকের ভীড়৷ পূর্বাভাসের কারনে পর্যটক কম বলে মনে করা হচ্ছে।